ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আশিক চৌধুরীর যে ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৯:০২, ১০ এপ্রিল ২০২৫

আশিক চৌধুরীর যে ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এর  নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, একজন অভিজ্ঞ  বিশ্ব রেকর্ডধারী স্কাইডাইভার। 

 

চাঁদপুরে জন্ম নেওয়া এই কৃতি সন্তান যশোরে বেড়ে উঠেছেন এবং সিলেট ক্যাডেট কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে স্নাতক শেষ করে তিনি দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যোগদান করেন।

 

 

সম্প্রতি, আশিক চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে,যেখানে তিনি ৪১ হাজার ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে স্কাইডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন ,২০১২ সালে যুক্তরাজ্যে প্রথম স্কাইডাইভিং করার পর থেকে তিনি এ খেলায় নিবেদিতপ্রাণ হয়ে ওঠেন। গত ১ জুলাই তিনি ৪১ হাজার ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে স্কাইডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন, যা পূর্বে ভারতীয় স্কাইডাইভার জিতিন বিজয়ানার দখলে ছিল। যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড থেকে এই অভিযান চালিয়ে তিনি দেশের জন্য অনন্য সম্মান বয়ে আনেন।

 

আঁখি

×