
ফেললেন জিপ
অভয়নগরের গ্রাম্য মিস্ত্রি স্বল্প খরচে তৈরি করে ফেললেন জিপ। সেই গাড়ি চালিয়ে তিনি বর্তমানে সন্তানদের স্কুলে আনা নেওয়া করেন।
অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামের টাইলসমিস্ত্রি আসলাম হোসেন (২৩)। কিছুদিন মেকানিকের কাজও করেছেন। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সনদ নেই। তবে দীর্ঘদিনের একান্ত প্রচেষ্টায় নিজের বাড়িতে বানিয়ে ফেলেছেন এই শখের গাড়ি। গাড়িটি তৈরি করতে তার সর্বোচ্চ খরচ হয়েছে এক লাখ টাকা। পরিবেশবান্ধব জিপ গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে।
পাশাপাশি কুড়িয়েছেন এলাকাবাসীর প্রশংসা এবং স্থানীয়ও ইউনিয়ন পরিষদ থেকে পেয়েছেন সহযোগিতার আশ্বাস। এলাকার উৎসুক মানুষ প্রতিদিন ছুটে এসে গাড়িটি ছুঁয়ে দেখছেন, কেউ আবার একটু মজা করে চড়ছেনও। ব্যাটারিচালিত এই জিপের ড্রাইভিং করছেন তিনি নিজে।
গাড়ির নির্মাতা আসলাম হোসেন তার গাড়ি নিয়ে ঘুরছেন এলাকার বিভিন্ন স্থানে। তবে একেবারেই সম্পূর্ণ গাড়িটি আধুনিকমানের তৈরি করে উঠতে পারেনি তিনি। গাড়িটিতে সিট সংখ্যা ৪ (ড্রাইভারসহ)। গাড়িটি তৈরি করতে চারটি ব্যাটারি ব্যবহার করেছেন।
আসলাম হোসেন জানান, সন্তানদের প্রতিদিন স্কুলে পৌঁছে দেওয়ার এবং নিয়ে আসার চিন্তা থেকে তিনি জিপ গাড়ি তৈরির পরিকল্পনা নেন। তাছাড়া ধনাঢ্য ব্যক্তিরা সন্তানদের স্কুলে দেওয়া-নেওয়ার জন্য দামী গাড়ি ব্যবহার করে থাকেন। এ দেখে তার গাড়ি তৈরির জিদ চেপে বসে তার মনে। কেনার অর্থ না থাকায় তিনি চিন্তা করতে থাকেন একটি গাড়ি তৈরি করবেন। এ সুপ্ত বাসনা থেকেই তার প্রচেষ্টা অব্যাহত থাকে।
তিনি আরও জানান, প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিতে ১০ থেকে ১৫ টাকা খরচ হয়। এক চার্জে ৮০ থেকে ১০০ কিলোমিটার পথ চলা যায়। তাকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে তিনি সরকারি পৃষ্ঠপোষকতা আশা করেন।