ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাউফলে চিকিৎসাহীন ঘোড়া, কেউ দেখেও না দেখার ভান!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০১:০৮, ১০ এপ্রিল ২০২৫

বাউফলে চিকিৎসাহীন ঘোড়া, কেউ দেখেও না দেখার ভান!

ছবি: জনকণ্ঠ

ঘোড়াটির কষ্ট কেউ বোঝে না! দুই মাসেরও বেশি সময় ধরে ঘোড়াটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ডান পা ভাঙা। তাই বাকি তিনটি সঙ্গী ঘোড়াও তাকে ছেড়ে গেছে। আগে চারটি ঘোড়া একসাথে চলত, এখন আর চলে না। তাই খুঁড়িয়ে চলা ঘোড়াটি একা হয়ে গেছে।

বাউফল পৌর শহরে প্রায় দুই বছর আগে একটি ঘোড়ার বিচরণ শুরু হয়। পরে যুক্ত হয় আরও তিনটি ঘোড়া। এই চারটি ঘোড়া শহরের মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। একসাথে চলত, একই জায়গায় থাকত। কেউ খেতে দিলে খেত, কাউকে বিরক্ত করত না। এর মধ্যে কালো ঘোড়াটি দুই মাস আগে দুর্ঘটনার শিকার হয়। একটি ব্যাটারিচালিত অটো গাড়ির ধাক্কায় ঘোড়াটির ডান পা ভেঙে যায়। এরপর থেকেই ঘোড়াটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে। ভাঙা পায়ে ভর নিয়ে চলা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। ধীরগতিতে চলত।

ঘোড়াটির এই খুঁড়িয়ে চলা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিদেরও নজরে পড়েছে। কিন্তু কেউই ঘোড়াটির চিকিৎসার জন্য এগিয়ে আসেননি। কয়েকজন সংবাদকর্মী স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছিলেন ঘোড়াটিকে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু তিনি সেই কথা রাখেননি।

মঙ্গলবার জনকণ্ঠের স্থানীয় প্রতিনিধি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। উত্তরে তিনি বলেন, "মাস দুইয়েক আগে বলেছিলাম। (প্রাণিসম্পদ কর্মকর্তা) ঘোড়াগুলো মাঝখানে অন্যত্র গিয়েছিল মেবি। এখন আবার দেখা যাচ্ছে। ফিডব্যাক নিচ্ছি।" কিন্তু এরপরও ঘোড়াটির কোনো চিকিৎসা হয়নি।

বাউফলে প্রাণিকুলের চিকিৎসার জন্য একটি প্রাণিসম্পদ বিভাগ রয়েছে, যাকে স্থানীয় লোকজন পশু হাসপাতাল নামে চেনেন। অথচ এই হাসপাতালে খুঁড়িয়ে চলা ঘোড়াটির চিকিৎসা মিলেনি। সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে এই হাসপাতালে কার চিকিৎসা দেওয়া হয়?

শহীদ

×