ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘সংবিধানই মানেই শেখ হাসিনার ভূত’—ফরহাদ মজহার

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২২:৪০, ৯ এপ্রিল ২০২৫

‘সংবিধানই মানেই শেখ হাসিনার ভূত’—ফরহাদ মজহার

ছবি: দৈনিক জনকণ্ঠ

“আমরা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, অথচ আজও সেই পুরনো ভূতের ছায়া ঘোরে দেশে— তার নাম শেখ হাসিনা, আর এই ভূতের অন্য নাম সংবিধান।” এমনই তীব্র ভাষায় বর্তমান রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করেন খ্যাতিমান দার্শনিক, রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত ২৬তম সাহিত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনার ভূত এখনও দেশের রাজনীতিতে জীবন্ত। যদি আমরা এই বাস্তবতা উপলব্ধি করতে পারি, তবে আমাদের আরও সচেতন ও সতর্ক হতে হবে।”

ফরহাদ মজহার আরও বলেন, “রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে আমাদের মূল চেতনা হতে হবে অর্থনৈতিক অগ্রগতি। আমরা চাই বাংলাদেশ একদিন ইউরোপ-আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হোক। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, এ ধারা আরও জোরদার করতে হবে।”

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি ডা. সালাহ উদ্দিন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডি ফোরামের উপদেষ্টা মো. আলাউদ্দিন, কবি ও প্রাবন্ধিক জসীম উদ্দিন মুহাম্মদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাহিত্য-সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় নতুন মাত্রা যোগ করাই এখন সময়ের দাবি। তরুণ প্রজন্মকে আলোকিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

ফারুক

×