ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এসো বদলাই, পৃথিবী বদলাই

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:১১, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১১, ৯ এপ্রিল ২০২৫

এসো বদলাই, পৃথিবী বদলাই

এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, মমতাজ উদ্দিন মাস্টার। গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল মাস্টারের সঞ্চালনায় বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষকও শরীরচর্চা শিক্ষকবৃন্দ। 

 

রাজু

×