
ছবি: সংগৃহীত।
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের হাসন্দি গ্রামে রুবেল রানা (৩২) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির সামনে তাকে মোবাইলে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
আহত রুবেল পেশায় একজন পিকআপ চালক। তার বাবার নাম তাজল ইসলাম। ঘটনার সময় তিনি ভাত খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, কে বা কারা তাকে মোবাইলে ডেকে নিয়ে বাড়ির অদূরে আক্রমণ চালায়।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়নাল আবেদিন বলেন, “রুবেলের পেটে ধারালো অস্ত্রের গভীর জখম রয়েছে। ফুসফুস ও কিডনিতে আঘাত লাগার আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।”
পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও বিএনপি-সম্পৃক্ত মাসুদ তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে এসে মোবাইলে ডেকে রুবেলকে ঘর থেকে বাইরে নিয়ে যায় এবং ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এ ঘটনায় রুবেলের মা মনোয়ারা বেগম, বোন পান্না আক্তারসহ স্বজনরা এ অভিযোগ করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাসী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ ঘটনায় মাসুদকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রুবেলের পরিবার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
নুসরাত