
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মধুটিলা ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে ওই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।সূত্র জানায়, দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকায় শতাধিক বন্যহাতির দল তান্ডব চালিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে আসছিল। সরকারীভাবে বন বিভাগের মাধ্যমে ক্ষতিগ্রস্থ এসব আহত ও নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার মধুটিলা ফরেস্ট রেঞ্জের আওতাধীন ৪৫ জন ও পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ফরেস্ট রেঞ্জের আওতাধীন ৭জনসহ মোট ৫২ জন ক্ষতিগ্রস্থ পরিবার প্রধানের মাঝে ১৩ লাখ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খান, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা এসবি তানভীর আহমেদ ইমন, সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউছার হোসেন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ।
রাজু