
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে বশির প্রধানীয়া (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই ছেলে আহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহাম্মেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি খালপাড় দখল এবং খালের মাছ ধরা নিয়ে বহরী গ্রামের বশির প্রধানীয়া ও তাঁর প্রতিবেশী রমিজ উদ্দিন বয়াতীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার দুপুরে বশির প্রধানীয়া তাঁর দুই ছেলেকে নিয়ে খালে মাছ ধরতে গেলে রমিজ উদ্দিন ও তাঁর লোকজন বাধা দেন। শুরু হয় বাগবিতণ্ডা ও পরে তা রূপ নেয় সংঘর্ষে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমিজ উদ্দিন ও তাঁর লোকজন বশির ও তাঁর দুই ছেলেকে লাঠিপেটা করলে বশির গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে তাহমিনা আক্তার জানান, “খালপাড় দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে রমিজ উদ্দিন ও তার লোকজন। আমরা এর সঠিক বিচার চাই।”
এ ঘটনায় বশির প্রধানীয়ার দুই ছেলে বিল্লাল হোসেন ও মোঃ জয়নাল আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অভিযুক্ত রমিজ উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
নিহত বশির প্রধানীয়া মৃত বাদশা প্রধানীয়ার ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি মোঃ সালেহ আহাম্মেদ আরও জানান, “ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।”
নুসরাত