ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মৃত ব্যক্তিকে অধ্যক্ষ পদে পদায়ন

নিজস্ব সংবাদদাতা, রংপুর

প্রকাশিত: ২০:১৪, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৩, ৯ এপ্রিল ২০২৫

মৃত ব্যক্তিকে অধ্যক্ষ পদে পদায়ন

ছবিঃ সংগৃহীত

মৃত্যুর এক বছর পর রংপুরের পীরগাছা সরকারি কলেজে অধ্যাপক আব্দুল মুত্তালিবকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আসাদুল ইসলাম ৯ এপ্রিল, বুধবার জানান, রংপুরের কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের প্রয়াত অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা কলেজের অধ্যক্ষ পদে ৮ এপ্রিল, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ভুলবশত পদায়ন করেছে।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান জানান, ভুলবশত কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মরহুম আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ পদে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলমের স্বাক্ষরে পদায়ন করা হয়েছে।

মৃত ব্যক্তিকে পদায়ন বিষয়ে বিভিন্ন মহলে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে।

মারিয়া

×