
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাউথ কোরিয়ার ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে প্রতিনিধি দলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এবং কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা।
জেলা প্রশাসক প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং এর ঐতিহাসিক গুরুত্ব ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শন শেষে কোরিয়ান প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির স্থাপত্যশৈলী ও কারুকার্যে মুগ্ধতা প্রকাশ করে বলেন, “মানব সভ্যতার ইতিহাসে এটি এক অনন্য নিদর্শন। এ ধরনের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সংরক্ষণ ও প্রচারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হওয়া উচিত।”
প্রতিনিধিদলের এই সফর বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
নুসরাত