
ছবি: দৈনিক জনকণ্ঠ
নারায়ণগঞ্জের বন্দরে একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৫টি দোকার পুড়ে গেছে। এ ক্ষতিগ্রস্থরা আগুনে ১০ লাখ টাকা ক্ষতি দাবি করেছে।
তবে ফায়ার সার্ভিস বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। বুধবার বেলা আড়াইটায় বন্দর উপজেলার কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা ৭টায় অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ফায়ার সার্ভিসের নিয়োজিত ডিউটিট ম্যান আলমাছ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বেলা আড়াইটার দিকে আকস্মিভাবে কলাগাছিয়া স্ট্যান্ডের একটি চায়ের দোকানে অগ্নিকান্ড শুরু হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চা, কনফেকশনারী, ওষধ, সিগারেট ও সেলুনসহ ৫টি দোকান পুড়ে গেছে। মালিক পক্ষ আগুনে ১০ লাখ টাকা ক্ষতি দাবি করেছে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের নিয়োজিত ডিউটিট ম্যান আলমাছ জানান, আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
মোঃ খলিলুর রহমান/ফারুক