ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

১০টি অসহায় পরিবারের ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১৯:৩১, ৯ এপ্রিল ২০২৫

১০টি অসহায় পরিবারের  ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: দৈনিক জনকণ্ঠ

সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর গ্রামে   অসহায় ১০টি পরিবারের শতবছরের ভোগ দখলীয় পৈত্রিক ভিটাবাড়ি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগিদের পক্ষে রমজাননগর গ্রামের নির্মল বর্মন এর মেয়ে বনলতা বর্মন  প্রতিকার ও নিরাপত্তা চেয়ে এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে তিনিসহ আরও ১০টি পরিবার তাদের পৈত্রিক সম্পত্তিতে পরিবার পরিজন নিয়ে প্রায় ১০০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।   গত প্রায় ২ মাস আগে থেকে এলাকার চিহিৃত ভূমিদস্যু   কানাই লাল বর্মনের নেতৃত্বে কমলেশ, রাকেশসহ আরও ৫০/৬০ জন সন্ত্রাসী বাহিনী   জোরপূর্বক তাাদের উক্ত ভিটাবাড়ি দখলের পায়তারা করছে। তারা তাদেরেকে ভিটাবাড়ি ছেড়ে চলে যেতে বলছে। না গেলে খুনজখম করবে বলে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। কানাই লাল তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলছে। না গেলে বিনা পাসপোর্টে ভারতে পাঠিয়ে দিবে বলে প্রচার দিয়ে বেড়াচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, কানাই লাল গংরা গত ৭ এপ্রিল সকাল ৮টার দিকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের পৈত্রিক জমি দখল করতে আসলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তবে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যায় যে,শুক্রবারের দিন আমাদের ১০টি পরিবারকে উচ্ছেদ করে জমি দখলে নিবে। এছাড়া মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এ কারণে আমরা সকলে অত্যন্ত ভীতসন্ত্রন্ত্র হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ভূমিদস্যু কানাই লাল গংদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেয়ে যাতে পরিবার পরিজন নিয়ে পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্নভাবে বসবাস করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে রমজাননগর গ্রামের হরিদাস বর্মন, নির্মল বর্মন, নিমাই বর্মন, সুকুমার বর্মন, হরিদাসী, সুনীল বর্মন, তপতি মন্ডল ও বিমল বর্মন উপস্থিত ছিলেন ।
                                                     

মিজানুর রহমান/ফারুক

×