
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ৫ আগষ্টের পর যারা সংস্কারের দাবি করেন, সংস্কারের কথা বলেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের নেতা তারেক রহমান ৫ তারিখের অনেক আগেই বুঝতে পেরেছিলেন দেশকে এগিয়ে নিতে হলে ধ্বংসের কূপ থেকে উন্নয়নের দিতে নিতে হলে সংস্কার করতে হবে।
তিনি বলেন, সংস্কারের কর্মসূচীতো আমাদের নেতা দিয়েছেন। সংস্কারের সেই দাবি নিয়ে আমরা দ্বারে দ্বারে ঘুরছি। আমরা সংস্কার চাই। কিন্তু সংস্কারের নামে ষড়যন্ত্র দেখতে চাই না। ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে যে ভোটার অধিকার দেয়া হবে সেটা আমরা দেখতে চাই না। সংস্কার করলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বুধবার দুপুরে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসান মাহমুদ পলাশসহ নেতাকর্মীরা।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি’র প্রতিষ্ঠা করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংগ্রহণ করে শসস্ত্র যুদ্ধ করেছেন, যুদ্ধের নেতৃত্বে দিয়েছেন। আমরা সেইদিন যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে আমরা মুক্ত করার জন্য জীবনপন লড়াই করেছি।
শিহাব