ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মানসন্মত শিক্ষার লক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের যুগান্তকারি উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৭:৫৩, ৯ এপ্রিল ২০২৫

মানসন্মত শিক্ষার লক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের যুগান্তকারি উদ্যোগ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মানসন্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক এক যুগান্তকারি উদ্যোগ গ্রহণ করেছেন। এটি হলো গ্রুপ স্টাডি করা। প্রতিটা ক্লাসে গ্রুপ স্টাডি করার জন্য সকলকে অবহিত করার লক্ষে বুধবার এক সাংবাদিক সন্মেলন করে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তদেরকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। 
রাঙ্গামাটি পার্বত্য জেলার পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে মানসন্মত করার লক্ষে এই মহতি উদ্যোগ নেয়া হয়েছে বলে জেলা প্রশাসক  জানান।

গ্রুপ স্টাডি করার নিয়মটা হলো একদিনে শুধু একটি ক্লাসে শিক্ষক অভিভাবক , প্রতিষ্ঠানের পারদর্শী শিক্ষক নিয়ে গ্রুপ স্টাডি করবে। এতে করে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের নিকট থেকে সহজে যে কোন কঠিন বিষয় সহজ করে রপ্ত করতে পারবে। এর ফলে অভিভাবকরা তাদের সন্তান সর্ম্পকে জানার সুযোগ সৃষ্টি হবে। এক একদিন এক এক ক্লাসে এই গ্রুপ স্টাডির কাজ হবে। এর ফলে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা পড়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। যার ফলে শিক্ষর মান দিন দিন বেড়ে যাবে। শিক্ষাথীদের দুর্বলতা শনাক্ত হবে একই সঙ্গে তাদের নিকট কঠিন বিষয়টি সহজ হবে।  অনুষ্ঠানে জেলায় শিক্ষক সঙ্কটের ও তদারকির কথা উঠে এসেছে।

অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  রিশি কেশ শীল প্রমুখ।

আসিফ

×