
ছবি: সংগৃহীত
নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস আনসার ও ভিডিপির জেলা এডজুটেন্ট মো: নুরুল আবছার, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আবুল বাশার আল মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুজল বকশী, জাময়াতের জেলা আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম, বর্ষবরণ উদ্যাপন পর্ষদ নড়াইলের সদস্য সচিব আ.ন. নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রওশন আলী, শামীমূল ইসলাম টুলু প্রমূখ।
সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১লা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের চিত্রশিল্পী সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমি চত্বরে প্রভাতী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা এবং বিকেলে সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আসিফ