
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় ২৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তির ১০ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে এই চেক তুলে দেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে ২৩২ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির ১০ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক/সমমান বিভাগে ১২১ জন, বিশ্ববিদ্যালয় বিভাগে ৮৪ জন, মেডিকেল/ডেন্টাল বিভাগে ১৫ জন এবং প্রকৌশল বিভাগে ১২ জন মেধাবী শিক্ষার্থী রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, শিক্ষাবৃত্তির টাকাটা বড় কথা নয়, সুন্দরভাবে পড়াশুনা করবে।
তিনি আরো বলেন, এখন কিন্তু সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ দিচ্ছে। অনেকের প্রাইভেট পড়ার সমস্যা হলেও জেলা পরিষদ থেকে সহযোগিতা দেয়া হয়। আমি মনে করি, এখানে বিনিয়োগ করলে মেধার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হয়। সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে শিক্ষার্থীদের।
মায়মুনা