ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সবুজের গালিচায় বেগুনির ক্যানভাস

জাহিদ হাসান মাহমুদ মিম্পা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৭, ৯ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সবুজের গালিচায় বেগুনির ক্যানভাস

ছবি: জনকণ্ঠ

চারপাশে সবুজ ধানের সমারোহ। মাঝখানে বেগুনি রঙের পাতার ধানক্ষেত। যে কারো প্রথম দর্শনে ধান ভাবতে অবাক লাগবে। চারদিকে বিস্তৃত সবুজ ধানক্ষেতের মধ্যে বেগুনি রঙের ধান গাছ দেখে অনেকে অবাক হচ্ছেন। এমনই বেগুনি পাতার ধান চাষ করেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিড়াশন এলাকার কৃষক রবিউল ইসলাম। তিনি ১২ কাঠা জমিতে এই ধানের চাষ করেছেন। ইউটিউবে দেখে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধা থেকে নিয়ে এসে শখের বসে এ ধানের চাষ শুরু করেন কৃষক রবিউল ইসলাম।

অপ্রচলিত এই ধান আবাদের ফলে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। কৃষকসহ নানান দর্শনার্থী প্রায় প্রতিদিন তার ক্ষেতে ভিড় করছেন বেগুনি ধান দেখার জন্য। আশপাশের অনেক মানুষ আসছেন তাঁর ধান ক্ষেত দেখতে। এতে করে এলাকায় ব্যাপক কৌতূহল ও সাড়া পড়েছে। স্থানীয় কৃষকরা জানান, এ ধানে যদি ফলন ভালো হয় তবে আগামীতে আরো বেশি জমিতে এ ধানের চাষ করবেন তারা। আর কৃষি বিভাগ বলছে, এই ধানের আয়ুষ্কাল একটু কম। যদি ফলন আশানুরূপ হয় তবে শৌখিন কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হবে এই জাতের ধান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন চাষ শুরু হওয়া এ ধানের নাম পার্পল লিফ রাইস। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয়েছিল গাইবান্ধায়। সৌন্দর্য্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান। ধানের গায়ের রং সোনালি ও চালের রং বেগুনি। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয়। রোপণ থেকে ধান পাকতে সময় লাগে ১৪৫-১৫৫ দিন। অন্য জাতের ধানের চেয়ে এ ধানের গোছা প্রতি কুশির পরিমাণ বেশি থাকায় একরপ্রতি ফলনও বেশ ভালো। একরপ্রতি ফলন ৫৫ থেকে ৬০ মণ হয়ে থাকে। অন্য সব ধানের তুলনায় এ ধান মোটা, তবে পুষ্টিগুণ অনেক। এ চালের ভাত খেতেও সুস্বাদু।

কৃষক রবিউল ইসলাম জানান, চারপাশে সবুজ ধানের মাঝে বেগুনি এ ধানক্ষেতটি প্রথম দেখায় দৃষ্টি কাড়ছে সবার। এ ক্ষেত দেখতে দূরদূরান্ত থেকে কৃষক ও দর্শনার্থীরা ছুটে আসছেন। সবাইকে এ ধান সম্পর্কে জানাতে জমিতে ব্যানার টানিয়েছেন তিনি। ব্যানারে নাম দিয়েছেন দুলালী সুন্দরী।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, জেলায় বেগুনি জাতের এ ধান নতুন। ফলে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফসল কাটার পর এর পুষ্টিগুণ যাচাই করে আগামীতে কৃষকদের মধ্যে এর বিস্তার ঘটানো হবে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে ধান কাটার পর বীজ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দাবি স্থানীয় কৃষকদের।  

শিহাব

×