ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে লোকোমাস্টারদের অভিনব পদক্ষেপ

প্রকাশিত: ১০:৪৩, ৯ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে লোকোমাস্টারদের অভিনব পদক্ষেপ

ছবি : সংগৃহীত

মঙ্গলবার (৮ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, "ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা ৯ এপ্রিল বেলা ১১টায় ৩০ সেকেন্ড ধরে একযোগে হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশে সব লোকোমোটিভ (ট্রেন, শেড ও সান্টিংয়ে অবস্থানরত) একসাথে এই হর্ন বাজাবে। এটি আমাদের ইউনিয়নের সিদ্ধান্ত।"  

 

 

তিনি আরও বলেন, "একটি মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। ইসরায়েল গাজায় যে নির্মম গণহত্যা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা করি। বিশ্বের সব মুসলিম ভাইদেরও আমরা এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।"

 

 

এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের রেলকর্মীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছেন এবং ইসরায়েলের ক্রমাগত সহিংসতার বিরুদ্ধে তাদের ক্ষোভ তুলে ধরছেন।

আঁখি

×