
ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে 'ক্রিম আপা' নামে পরিচিত শারমিন শিলা সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার কার্যক্রম প্রায়শই সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে 'বিউটিশিয়ান' নামে পরিচিত ভিডিওগুলোতে অশ্লীল অঙ্গভঙ্গি ও বিতর্কিত কন্টেন্ট তৈরির অভিযোগ রয়েছে। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তিনি তার নিজের শিশু সন্তানকে কন্টেন্ট তৈরির নামে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে দাবি করা হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে নেটিজেনরা তার বিরুদ্ধে সরব হয়েছেন। 'একাই ১০০' নামে একটি শিশু অধিকার সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, শিশু আইন ২০১৩-এর ধারা ৭০ অনুযায়ী শিশু নির্যাতন একটি শাস্তিযোগ্য অপরাধ। ঢাকা জেলা প্রশাসক এই অভিযোগ গ্রহণ করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযোগের জবাবে শারমিন শিলা একটি ভিডিও বার্তায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি কখনোই তার সন্তানদের প্রতি অত্যাচার করেননি এবং অনেকেই তাকে ভুল বুঝেছেন। তিনি বলেন, "আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করা। আমি ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো ভিডিও তৈরি করব না।"
তবে তার এই ক্ষমা প্রার্থনা অনেক নেটিজেনকে সন্তুষ্ট করতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ তাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলেছেন। আবার অনেকে এই ঘটনাকে উদাহরণ হিসেবে দেখিয়ে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরির নৈতিকতা ও সীমাবদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, কন্টেন্ট তৈরির নামে শিশুদের ব্যবহার বা তাদের প্রতি কোনো ধরনের নির্যাতন আইনত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ এই বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়।
আঁখি