
জামালপুরের বকশীগঞ্জে খাল ও নদী ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
জামালপুরের বকশীগঞ্জে নদীর তীরবর্তী গ্রামের নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীপারের এলাকাবাসী।
মঙ্গলবার সকালে স্থানীয় ঘুঘরাকান্দি, চর আইরমারী, মুন্দিপাড়া, মুন্সিপাড়া, মাদারেরচর, খাপড়াপাড়া, কলকিহারা ও বাঘাডুবা গ্রামের মানুষের উদ্যোগে দশানী ও খাপড়া নদীর পাড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দশানী নদীর ভাঙন ও খাপড়াপাড়া খালের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। নদী ভাঙনের শিকার ১১টি গ্রামের হাজার হাজার মানুষ ওই মানববন্ধন থেকে জামালপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির, সুরুজ আলী, আলমাছ হোসেন, শের আলী, সাদা মিয়া, বারেক মিয়া, মোতালেব হোসেন ও আলাল উদ্দিন।