
মহাসড়কের গৌরনদী উপজেলার তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দাবিতে অবরোধ
স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দাবিতে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দাবি করেন বিক্ষুব্ধরা।
প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়কের ওই এলাকায় অবরোধ করে রাখায় দুইপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রচ- তাপপ্রবাহের মধ্যে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বেলা এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের আশ^াসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে মহাসড়কের উল্লেখিত অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। প্রতিদিন স্কুল-কলেজে আসা যাওয়া করা শিক্ষার্থী এবং স্থানীয়রা মহাসড়ক পারাপার হতে গিয়ে চরম ঝুঁকির মধ্যে পড়ছেন।