ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বরিশালে সাক্ষী দিতে এসে ওসির মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল।

প্রকাশিত: ০১:১৫, ৯ এপ্রিল ২০২৫

বরিশালে সাক্ষী দিতে এসে ওসির মৃত্যু

ছবিঃ সংগৃহীত

বরিশালের হিজলা আদালতে সাক্ষী দিতে এসে স্টোক করে মৃত্যুবরণ করেছেন বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইর আহমেদ।

বরিশাল নগরীর সদর রোডের আবাসিক হোটেল সামস্ ইন্টারন্যাশনালে অবস্থানকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পরলে তাকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক ওসি জুবাইর আহমেদকে মৃত বলে ঘোষণা করেন।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বীরপাশা গ্রামের পারিবারিক কবরস্তানে ওসি জুবাইর আহমেদকে দাফন করা হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মৃতদেহ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। পরিদর্শক জুবাইর আহমেদ বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশালের হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অফিসার ইনচার্জ ছিলেন।

কোতয়ালী মডেল থানার ওসি আরও জানান, আদালতে স্বাক্ষী দিতে মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশালে এসেছিলেন জুবাইর আহমেদ। তিনি সদর রোডের হোটেল সামসে অবস্থানকালে বেলা ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. আরাফাত হোসেন জানান, জুবাইর স্যার ছুটিতে বরিশালে গিয়েছিলেন। 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বীরপাশা গ্রামের বাসিন্দা আহম্মেদ হোসেনের ছেলে ওসি জুবাইর আহমেদ। 

বাউফল উপজেলার বাসিন্দা ও চাকরির সুবাদে দীর্ঘদিন ওসি জুবাইর আহমেদের সাথে কাজ করা পুলিশের সাব ইন্সপেক্টর কেএম আব্দুল হক জানিয়েছেন, ২০১১ সালে ৩২তম আউট সাইট ক্যাডার উপ-পরিদর্শক পদে পুলিশে যোগদান করেন জুবাইর আহমেদ। 

বরিশালের দুটি থানায় অত্যন্ত সুনামের সাথে তিনি ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বরিশালের গৌরনদী ও বানারীপাড়া থানার উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৃতপক্ষে তিনি (জুবাইর) ছিলেন একজন সাদা মনের অত্যন্ত ভালো মানুষ। হিজলা থানায় দায়িত্ব পালনকালে আইজিপি পদক পেয়েছেন ওসি জুবাইর আহমেদ। 

অপর দিকে ওসি জুবাইর আহমেদের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তার নিজ এলাকাসহ পূর্বে কর্মরত বরিশালের বিভিন্ন থানা ও বর্তমানে কর্মরত কাটাখালী এলাকাবাসী সহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রিফাত

×