
বৈসাবি উপলক্ষে শহরে আনন্দ শোভাযাত্রা
সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির উদ্যোগে খাগড়াছড়ি জেলা শহরে বৈসাবি উৎসবকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মঙ্গলবার সকালে চেঙ্গী স্কোয়ার থেকে সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রায় নেতৃত্ব দেন বৈসাবি উদযাপন কমিটি ২০২৫-এর আহবায়ক রবিশংকর তালুকদার, সদস্য সচিব প্রত্যয় চাকমা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নিউজিল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। হাজারো পাহাড়ি নারী-পুরুষের বর্ণিল পোশাকে অংশগ্রহণে র্যালিটি খাগড়াছড়ি শহরকে রঙিন করে তোলে।
আগামী ১২ এপ্রিল চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণী,কিশোরী-ছোট ছোট ছেলেমেয়েরা ভোরে ফুল তুলে নদী বা খালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা নিবেদনের মধ্য দিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভ কামনায় নিজেদের পবিত্রতা কামনা করবে। এ ছাড়া ফুল দিয়ে ঘরের প্রতিটি দরজার মাঝ খানে মালা গেঁথে সাজানো হয়।