
ছবিঃ সংগৃহীত
কলাপাড়ায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে এক জেলের জালে ধরা পড়েল ১৯ কেজি ওজনের একটি বড় সাইজের কোরাল মাছ। সোমবার (৭ এপ্রিল) রাতের দিকে মাছটি ধরা পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এবং অনেকেই মাছটি দেখতে ভিড় করেন।
মাছটি আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মাছ বিক্রেতা মোঃ ফোরকান জোমাদ্দার। তিনি মাছটি ২২ হাজার টাকায় কিনেছেন।
তিনি আরও জানান, এমন বড় কোরাল মাছ সচরাচর ধরা পড়ে না, তাই এটি বিক্রির সময় ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাও লক্ষ্য করা গেছে।
স্থানীয় জেলেরা জানান, পায়রা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির সামুদ্রিক মাছ ধরা পড়ে, তবে ১৯ কেজির মতো এত বড় কোরাল মাছ ধরা পড়া সত্যিই ভাগ্যের বিষয় ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এত বড় সাইজের কোরাল মাছ পাওয়া আসলেই জেলেদের জন্য স্বস্তির খবর।
রিফাত