ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ত্বকী হত্যার ১৪৫ মাসেও বিচার নেই, ওসমানদের পলায়নের দায় সরকার এড়াতে পারে না: রফিউর রাব্বি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:১৪, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:২২, ৯ এপ্রিল ২০২৫

ত্বকী হত্যার ১৪৫ মাসেও বিচার নেই, ওসমানদের পলায়নের দায় সরকার এড়াতে পারে না: রফিউর রাব্বি

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৫ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীসহ নারায়ণগঞ্জে অসংখ্য হত্যা, গুম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ওসমান পরিবারের সদস্যদের পালিয়ে যাওয়ার ‘দায় অন্তর্বর্তী সরকার’ এড়াতে পারে না।

তিনি বলেন, “শেখ হাসিনা সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচারের সকল কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন। বর্তমান সরকারে পুনরায় কাজ শুরু করলেও তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। অন্যদিকে ঘাতক ওসমান পরিবারের সকলে বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকার ও তার বিভিন্ন সংস্থা, বাহিনী এড়াতে পারে না।”

আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার নির্দেশদাতা ও জড়িত সকলকে যুক্ত অভিযোগপত্র দাখিলের দাবি জানান ত্বকীর পিতা।

রফিউর রাব্বি আরও বলেন, “শেখ হাসিনা দেশে বিচারব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে রেখে গেছে। তার উল্লেখযোগ্য পরিবর্তন এখনো হয় নাই। শেখ হাসিনার সহযোগিতায় ওসমান পরিবার নারায়ণগঞ্জে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সে মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে। এখন তা বিএনপির দখলে।”

নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শীবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুর সুজন, বাসদ জেলা সংগঠক সেলিম মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শওকত আলী ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের সাথে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন বলে অভিযোগ ত্বকীর পরিবারের। যদিও দীর্ঘ এক যুগেও এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি।

মারিয়া

আরো পড়ুন  

×