ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে দুর্ঘটনাকবলিত বাসের মালিক আওয়ামী লীগ নেতা, ফিটনেস সনদ মেয়াদোত্তীর্ণ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২৩:৪০, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৪০, ৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরে দুর্ঘটনাকবলিত বাসের মালিক আওয়ামী লীগ নেতা, ফিটনেস সনদ মেয়াদোত্তীর্ণ

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর সদরের জোয়াইর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৭ জন নিহত হওয়ার ঘটনায় ফরিদপুর জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বাসটির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদোত্তীর্ণ ছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গোপালগঞ্জের মুকসুদপুর হতে ফরিদপুরগামী ‘ফারাবী পরিবহন’-এর (ফরিদপুর-জ ১১-০০৬৬) বাসটির মালিক ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফায়জুর রহমান। তিনি ভাঙ্গা উপজেলা পৌরসদরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা এবং ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বাসটির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাসটির মালিক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফায়জুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।

বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস সনদের মেয়াদ গত ৫ মার্চ শেষ হয়েছে। এছাড়া ২০২৪ সালের ২৬ জুন বাসটির ট্যাক্স টোকেনের মেয়াদও শেষ হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসকে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন নারীসহ মোট সাতজন নিহত হন। আহত হন অন্তত ৩৩ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এম.কে.

আরো পড়ুন  

×