
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমন রেস্ট হাউসে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারী-পুরুষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে অভিযান পরিচালনা করে উপজেলার পৌরশহরের সড়ক বাজারের ইমন রেস্ট হাউস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বশির আহমেদ চৌধুরীর ছেলে মোঃ সোহেল চৌধুরী (৪২), মোগরা ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের বাছির মিয়ার মেয়ে আকলিমা আক্তার (৩০) এবং নরসিংদী জেলার শিবপুরেট স্বপন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (২০)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, রেস্ট হাউজে অসামাজিক কাজের লিপ্ত থাকার অভিযোগে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
আশিক