ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শিবালয়ে ডেভিল হান্ট অভিযানে সাবেক মেম্বার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩৭, ৮ এপ্রিল ২০২৫

শিবালয়ে ডেভিল হান্ট অভিযানে সাবেক মেম্বার গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

শিবালয় উপজেলায় ডেভিল হান্ট অভিযানে মুক্তার হোসেন (৬৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মহাদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার। 

বিশেষ অভিযানে আটক মুক্তার হোসেনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন। 

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৫ই আগস্ট উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতায় দায়েরকৃত মামলায় তদন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। উক্ত মামলায় এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইমরান

×