
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভা নাহার পার্কস্থ এক রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সহ সভাপতি শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক গোলাম কাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্য নির্বাহী কমিটির সদস্য প্রণব বড়ুয়া অর্নব।
এতে বক্তব্য রাখেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আ,ন,ম সেলিম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় সেন, সদস্য রনি কান্তি দেব, শহিদুল ইসলাম ও ওসমান প্রমুখ।
আলোচনা সভায় সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ, পেশাগত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করা হয়।
শহীদ