ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মাদারীপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও শিবচর

প্রকাশিত: ২০:৪৭, ৮ এপ্রিল ২০২৫

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মাদারীপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ছবি: জনকণ্ঠ

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শিবচর পৌরসভা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শিবচর নন্দকুমার ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শফিক, সদস্যসচিব সাইদুজ্জামান নাসিম, শিবচর পৌর ছাত্রদলের সভাপতি মো. শিহাব খানসহ অনেকে।

বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে এই নৃশংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা বলেন, নিপীড়িত মুসলিমদের পক্ষে দাঁড়ানো শুধু ধর্মীয় নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্ব। পাশাপাশি নির্বিচারে মুসলিমদের হত্যার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি আনতে বিশ্বনেতা ও জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদিকে রাজৈরে ইসরায়েলের সকল ধরনের পণ্য বিক্রি বন্ধের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রাজৈর উপজেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

রাজৈর বাসস্ট্যান্ড, কলেজ গেট, বেপারীপাড়া মোড়, কাঁচাবাজার, থানার মোড় ও শানেরলাড়সহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয় এবং আল্টিমেটাম দেওয়া হয়।

এ সময় সরকারি রাজৈর ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত শিকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন হাসান বেপারী, সোহেল বেপারী, শিক্ষার্থী সবুজ আকন, অন্তর মোল্লা, শিফাতসহ অনেকে।

এম.কে.

×