
ছবি: সংগৃহীত
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ করতে গিয়ে সোমবার রাতে কুমিল্লা শহরে কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। এই ঘটনায় পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ ৪ জনকে আটক করেছে। বুধবার তাদেরকে এ মামলায় আদালতে পাঠানো হবে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার দিনভর কুমিল্লার শহরে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠনের লোকজন। এরই মধ্যে সোমবার রাতে নগরীর রানির বাজার সড়কে ইসরাইলি পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় একদল লোক। এ সময় রেস্টুরেন্টের চেয়ার টেবিল ও কাচের দেয়ালে ব্যাপক ভাংচুর চালানো হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় একটি মামলার রুজু করে। পুলিশ মঙ্গলবার দিনভর জেলার বুড়িচং, কাপ্তান বাজার, সদর দক্ষিণ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় চারজনকে আটক করেছে। তারা হচ্ছে -শাফায়াত (২৭),মো.জিহাদ(২১),আবু বক্কর সিদ্দিক ওরফে আসলাম (২৩),আবিদ হাসান। ওসি মহিনুল ইসলাম আরো জানান আটককৃতদের মধ্যে হাপাত এবং জিহাদ এজাহারনামীয় আসামি। বাকি দুইজনের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
মীর শাহ আলম/ফারুক