ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

১৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি আবুল কালামের

নিজস্ব প্রতিবেদক, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৫০, ৮ এপ্রিল ২০২৫

১৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি আবুল কালামের

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যাওয়া এক যাত্রীর এখনও কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের ১৮ ঘণ্টা পার হলেও আবুল কালাম আজাদ মৃধা (৫২) নামের ওই যাত্রীর সন্ধানে ব্যর্থ উদ্ধারকর্মীরা।

ঘটনাটি ঘটে সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে। ঈগল-৫ নামের একটি দোতলা যাত্রীবাহী লঞ্চ বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। লঞ্চটি চাঁদপুরের নীলকমল উপজেলার মাঝের চর পয়েন্ট এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ আবুল কালাম আজাদ মৃধা পটুয়াখালীর কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি প্রিন্টিং হাউজে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

নিখোঁজ ব্যক্তির ছেলে তাওসিফ হোসেন জানান, তার বাবা সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে লঞ্চের কার্নিশে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

ঘটনার পরপরই লঞ্চের মাস্টার বিষয়টি টের পেয়ে সার্চলাইট জ্বালিয়ে প্রায় ৩০ মিনিট ধরে নদীর বিভিন্ন অংশে অনুসন্ধান চালান। তবে কোনো খোঁজ না পেয়ে লঞ্চটি পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল মঙ্গলবার সকাল থেকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত আবুল কালামের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আশিক

×