ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বগুড়ার শেরপুরে জামায়াত কর্মীকে ডেকে নিয়ে হত্যা

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৯:৪৭, ৮ এপ্রিল ২০২৫

বগুড়ার শেরপুরে জামায়াত কর্মীকে ডেকে নিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুরে কাবিল উদ্দিন (৩৯) নামে জামায়াতের এক কর্মীকে মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গোসাইবাড়ী গ্রামে একটি হাসপাতালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার শনাক্ত করে।

নিহত কাবিল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন এবং তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। সোমবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ১০টার দিকে স্ত্রীকে জানান, প্রতিবেশী সজিবের সঙ্গে দেখা করে ফিরবেন। পরে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নিহতের স্ত্রী অভিযোগ করেন, ঘটনার রাতে সজিবই তাকে হাসপাতালে নিয়ে আসে এবং মারা গেলে পালিয়ে যায়। পুলিশ জানায়, হত্যায় ব্যবহৃত রশি, লোহার রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশা করছে পুলিশ।

মারিয়া

×