ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নদী তীরে গাছের ডিবি থেকে এক কিশোরের লাশ উদ্ধার 

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৯:৪৫, ৮ এপ্রিল ২০২৫

নদী তীরে গাছের ডিবি থেকে এক কিশোরের লাশ উদ্ধার 

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দায় কুমার নদী পাড়ের একটি গাছের ডিবির তল থেকে জীবন ফরায়জী (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে কয়েকজন সমবয়সী কিশোর জীবন ফরায়জীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। দুপুর গড়িয়ে গেলেও ছেলে বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে ওঠেন বাবা ও মা। ছেলের খোঁজ করতে বাড়ি থেকে বেড়িয়ে আসার পর কয়েকজন লোক জানায় জীবনকে নদীর ঘাটে দেখা গেছে। এসময় নদীর তীরে জীবনকে খোঁজ করতে স্থানীয় জনগণ ও স্বজনরা তল্লাশি চালায়। পরে  নদী তীরের একটি গাছের ডিবির তল থেকে জীবন ফরায়জীর নিথর দেহ উদ্ধার করা হয়।


পরিবারের বড় সন্তান হারানোর বেদনার প্রতিবন্ধী পিতা ইব্রাহিম ফরায়জী বাকরূদ্ধ।  মা রীনা বেগম ছেলের মৃত্যুর রহস্য উদঘাটনে জোর দাবী করেছেন। সন্তান হারানোর বেদনায় কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠেছে প্রতিবন্ধী পিতা ইব্রাহিম ফরায়জী পরিবার ও স্বজনদের কান্নায়।


দৈনিক আমার দেশকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, কিশোর জীবনের লাশ উদ্ধার করা হয়েছে। মা রিনা বেগমের অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

শিহাব

×