ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় খাল পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৪৫, ৮ এপ্রিল ২০২৫

কুয়াকাটায় খাল পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম শুরু

ছবি: জনকণ্ঠ

কুয়াকাটার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত নবিনপুর কচ্ছপখালী খালটি পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১ পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, পৌর জামায়েত ইসলামী'র আমির মাওলানা শহিদুল ইসলাম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ কলাপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবীরা। পরিবেশ কর্মীরা জানান এখালটি রক্ষায় বর্জ্য অপসারণের পাশাপাশি দখল দূষণ বন্ধে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

শহীদ

×