ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুড়ায় নানা কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

সংবাদদাতা, ভাঙ্গুড়া,পাবনা 

প্রকাশিত: ১৯:৩৯, ৮ এপ্রিল ২০২৫

ভাঙ্গুড়ায় নানা কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

ছবি: জনকণ্ঠ

“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” দিবসের এই স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় নানাবিদ কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল)সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে   উপজেলা পরিষদ হলরুমের সামনে শেষ হয়। 

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সভাপতি মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে এবং এম.এম আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউসের  সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় দিবসের আলোকে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, ভাঙ্গুড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোফাজ্জল হোসেন, বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সহ-সভাপতি আনছার আলী, সহকারী কমিশনার ও পরমানন্দ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. নুরুজ্জামান সবুজ, কোষাধ্যক্ষ মো. শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, স্কাউট লিডার হেদায়েতুল্লাহ, গ্রুপ লিডার সভাপতি সুরুজ্জল ইসলাম প্রমূখ। 

সভায় দিবসের আলোকে  দীর্ঘ বক্তব্য দেন,উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুন নাহার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,গণমাধ্যম কর্মিবৃন্দ,সুধীজনসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ

×