ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১৯:৩৬, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩৭, ৮ এপ্রিল ২০২৫

গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: জনকণ্ঠ

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর। তিনি বলেন, ইসরায়েল একটি অবৈধ দখলদার গোষ্ঠী। তারা কোনো রাষ্ট্র হতে পারে না। ফিলিস্তিনের জনগণকে বলপূর্বক  উচ্ছেদ করে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। আসলে ঈসরায়েল পৃথিবীর মধ্যে একটা ক্যান্সার। 

ইসরায়েল বর্তমানে মানবতারিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ করে যাচ্ছে। তারা বিশ্বের সবচেয়ে বড়ো সন্ত্রাসী গোষ্ঠী। আমরা যুদ্ধাপরাধী নেতানিয়াহুর বিচার চাই। 

তারা বোমা মেরে নারী ও শিশুসহ অসংখ্য ফিলিস্তিনকে হত্যা করেছে। বাড়িঘর, স্কুল, হাসপাতাল ধ্বংস করেছে। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। তারা শান্ত-চুক্তি ভঙ্গ করেছে। আমরা তাদের কার্যক্রমের নিন্দা জানাই। তাদের অপরাধের বিচার চাই। 

আপনারা জানেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনের বীর মুক্তিযোদ্ধাদের ছবি সম্বলিত স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিলেন ১৯৮০ সালে। জিয়াউর রহমান নিজেও ছিলেন একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি ফিলিস্তিনের যোদ্ধাদের আপনজন মনে করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই ফিলিস্তিনের জনগণকে সমর্থন দিয়েছেন। ইসরায়েলের আগ্রাসনের  বিপক্ষে সোচ্চার ছিলেন।   কিন্তু ফ্যাসিস্ট হাসিনা আমাদের পাসপোর্ট থেকে 'একসেপ্ট ইসরায়েল' শব্দটা তুলে দিয়েছিল। আমরা সেটা ফেরত আনার দাবি জানাই। 

আপনারা জানেন, গাজায় ইসরাইলের আগ্রাসনের শুরুতেই জননেতা তারেক রহমান টুইটারে জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে  কূটনৈতিক  হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধ করার আহবান জানিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ভূমিকা পালন করেছে। তারা ব্যর্থ হয়েছে ইসরায়েলের যুদ্ধাপরাধ থামাতে। 
আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও আবারও আহবান জানাচ্ছি, গণহত্যা বন্ধ করুন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এগিয়ে আসুন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান মমিন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল।

শিহাব

×