ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে একই গ্রামে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:৩৪, ৮ এপ্রিল ২০২৫

রাজশাহীতে একই গ্রামে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

ছবি সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর গ্রামে একই দিনে দুই যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ও সংশয়। কেউ বলছেন বিষাক্ত মদ পান করে মৃত্যু, আবার কেউ বলছেন পেটের যন্ত্রণায় স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামে ঘটে এই ঘটনা। মৃত দুইজন হলেন- শামসুল হকের ছেলে অন্তর ওরফে নাদিম (২৮) ও আবুল কালামের ছেলে মাসুদ রানা (৩২)। 

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাতে অন্তর, মাসুদসহ আরও কয়েকজন একত্রে মদ্যপান করেন। অসুস্থ হয়ে পড়লে অন্তরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মাসুদ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, “মদপানে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে মৃতদেহে মদের কোনও দৃশ্যমান আলামত মেলেনি। পরিবারের ভাষ্য অনুযায়ী স্বাভাবিক মৃত্যু হিসেবেই দাফনের অনুমতি দেওয়া হয়।”

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে এলাকাবাসীর বক্তব্যের সঙ্গে পরিবারের বক্তব্যে কিছুটা ভিন্নতা থাকলেও, নিশ্চিত প্রমাণ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্যদের উপস্থিতিতে দাফনের অনুমতি দেওয়া হয়।

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী এটি স্বাভাবিক মৃত্যু। তেমন কোনো সন্দেহজনক বিষয় না পাওয়ায় পুলিশ দাফনের অনুমতি দিয়েছে।”

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র দাবি করেছেন, হাবিবপুর ও আশেপাশের এলাকায় মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে চুয়ানী, গাঁজা ও ইয়াবা সেবনের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও জানাচ্ছেন সচেতন নাগরিকরা।

আশিক

×