ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ৮ এপ্রিল ২০২৫

বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মোঃ হেলাল চৌধুরী (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ হেলাল চৌধুরী উপজেলার পৌরসভার রাধানগর গ্রামের মৃত আব্দুস সোবহান চৌধুরীর ছেলে এবং পৌর যুবলীগের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অভিযুক্ত আসামি।

আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিন জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এম.কে.

×