ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান, দুর্ধর্ষ চুরি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৯:২৫, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৬, ৮ এপ্রিল ২০২৫

খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান, দুর্ধর্ষ চুরি

ছবি: জনকণ্ঠ

কুমিল্লায় খাবারের সাথে চেতনা নাশক  মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী শিশুসহ ৬ জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার লালমাই  উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামে এ  ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূএগুলো জানায়,  ওই গ্রামের মনির হোসেনের পরিবার সোমবার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন পরের দিন মঙ্গলবার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘুম থেকে না ওঠায় পাশের ঘরের  লোকজন তাদের ডাকাডাকি করে কোন সারা শব্দ পাননি। পরে তাদের দেখতে এসে ঘরের আলমারি খোলা  ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। স্থানীয়রা তাদের ঘুমন্ত অবস্থায় উদ্ধার করে লাকসাম ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তি কৃতরা হলেন, গৃহকর্তা মনির হোসেন ( ৫৩),তার স্ত্রী জেসমিন (৪৮), ছেলে মহিউদ্দিন (৩০), মেয়ে ফারহানা ইসলাম ঝুমু (২৮),ঝুমুর শিশু সন্তান আব্দুল্লাহ (৬), কন্যা শিশু জায়মা(৪)। মঙ্গলবার বিকেলে  লালমাই থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিকেলে রান্নাবান্নার সময় ভাত তরকারির সাথে কেউ চেতনা নাশক মিশিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই খাবার খেয়ে ঘরের সবাই অজ্ঞান হয়ে পড়ে। এতে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কারোই জ্ঞান ফেরেনি বলে পুলিশ জানিয়েছে। 
মীর শাহ আলম নিজস্ব সংবাদদাতা কুমিল্লা।

শিহাব

×