ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪৭, ৮ এপ্রিল ২০২৫

কেরানীগঞ্জে  শিশু ধর্ষনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: জনকণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নাগ্রাসুর এলাকায় ফাতেমা আক্তার নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগএ মানববন্ধন করেছে ভুক্তভুগির পরিবার ও এলাকাবাসী। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তালেপুর আদৰ্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ধর্ষক আলম মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভুগির পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে।  

ভুক্তভোগী শিশুর বাবা জানান, আমার স্ত্রি আমার অতীয় বাড়ি বেড়াতে গেলে ফাঁকা বাসায় পেয়ে আলম আমার মেয়েকে দোকান থেকে আসার সময় হাত ধরে বাসায় নিয়ে ধর্ষণ করে এবং আমার মেয়েকে ভয় দেখায় কাউকে বললে তুকে মেরে ফেলবো এমন ভয়ে আমার মেয়ে কাউকে বলে নাই। আমার মেয়ে বাসায় এসে ভয়ে কাঁপতেছে তখন আমরা জিজ্ঞাস করলে বিস্তারিত আমাদের বলে। পরবর্তী এলাকা বাসীর উপস্থিতি টের পেয়ে ধর্ষক আলম পালিয়ে যায়।  

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) সোহরাব আল হোসাইন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শহীদ

×