
ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুস সাত্তার নামে ভিক্ষুকের কান কেটে দিয়েছে মাদক সেবী এক যুবক। অভিযোক্ত সেই মাদক সেবীকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পিংনা ইউনিয়নের মৃত রেজাউল করিমের ছেলে আব্দুস সাত্তার। সে শারীরিক প্রতিবন্ধী তাই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবিকানির্বাহ করে আসছে। এ সময় উক্ত এলাকায় যায় ভিক্ষুক। সেখানে গেলে মাদক সেবনের জন্য টাকা চায় সোহেল রানা নামের এক যুবক। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ভিক্ষুককে পিটিয়ে আহত করে এবং কান কেটে দেয় সোহেল রানা।
আহত ভিক্ষুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, ভিক্ষুকের কান কেটে দেয়ার বিষয়টি শুনার সাথে সাথে অভিযোক্ত যুবককে আটক করে থানায় নিয়ে এসেছি, এখনো কোন অভিযোগ পাইনি পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।
শিহাব