
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলায় পারভেজ মিয়া (২০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠেছে এক কলেজছাত্রীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ সংলগ্ন রাজধলা বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ ওই উপজেলার ত্রিমোহিনী এলাকার মান্নান ব্যাপারির ছেলে। কলেজছাত্রীর দাবি, সম্ভ্রম রক্ষায় তিনি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। আহত পারভেজকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই ছাত্রী পূর্বধলা উপজেলার একটি কলেজে ডিগ্রিতে পড়েন। তার সঙ্গে জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার বিকেলে ছাত্রীটি জাহিদের সঙ্গে দেখা করতে রাজধলা বিলের পাড়ে যান। এ সময় জাহিদ তার বন্ধু পারভেজকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আসে। এরপর বিলের পশ্চিম পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দুই বন্ধু মিলে তরুণীটিকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন ওই তরুণী ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গ কেটে দেয়। ঘটনার পর পারভেজের আর্তচিৎকারে স্থানীয়রা এসে পারভেজকে উদ্ধার করে। এ সময় লোকজন তরুণীকে ঘিরে ধরলে তিনি দাবি করেন, দুইজন পুরুষের হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে তিনি নিরূপায়ে এই কাজ করেছেন। তার ব্যাগে আগে থেকেই একটি ব্লেড ছিল। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর পারভেজকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা সাংবাদিকদের বলেন, পারভেজের পুরুষাঙ্গের মাঝামাঝি প্রায় অর্ধেক কেটে গেছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ওই তরুণীকে পায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও করেনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, পারভেজ বিবাহিত। সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে মামার বাড়িতে থেকে তিনি পূর্বধলা বাজারে লোপতোষকের কাজ করেন। আর তরুনীর প্রেমিক জাহিদ পূর্বধলা বাজারের একটি একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করেন। ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করছেন পারভেজের স্বজনরা। তারা বলছেন, সোমবার সন্ধ্যার দিকে দুই তরুণ এসে পারভেজকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। পরে রাজধলা বিলের পাড়ে নিয়ে চার-পাঁচজন মিলে তার পুরুষাঙ্গ কেটে দেয়। সেখানে ওই তরুণীও ছিল। তাদের দাবি এটি পূর্ব পরিকল্পিত ঘটনা।
শিহাব