
ছবিঃ সংগৃহীত
‘সমাজের আলো’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ইয়ারব হোসেনকে বিক্ষুব্ধ গ্রামবাসির হাত থেকে উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার বেলা ২টার দিকে ইয়ারব হোসেনের গ্রামের বাড়ি সদর উপজেলার তুজুলপুর থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর একটি দল তাকে উদ্ধার করে সদর থানা পুলিশের হেফাজতে রেখেছে।
বিকেল ৫টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ইয়ারব হোসেন ৫ আগস্ট পরবর্তী সময়ে এলাকা ছেড়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সে বাড়িতে আছে এমন খবরে এলাকার কয়েকটি গ্রামের জনগণ তার বাড়ি ঘেরাও করে ভাংচুরের চেষ্টা করে। সাতক্ষীরা থেকে যৌথবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
সদর থানার ওসি জানান, বিস্তারিত পরে জানানো হবে।
মারিয়া