
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁতে জাতীয়তাবাদী ছাত্রদল মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী এই অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ রানা, জেলা ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, যুগ্ম সম্পাদক মো: আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আল আমিন বাদশা, জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার শিশির, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ জুনাইদ হোসেন,সদস্য সচিব-মনোয়ার হোসেন রাঙাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রুবেল হোসেন বলেন,"গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা আজ মানবতার চরম অপমান। এই বর্বরতা শুধু ফিলিস্তিনিদের ওপর নয়, গোটা বিশ্বের বিবেকের ওপর আঘাত। আমরা নওগাঁ জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ কালো কাপড় বেঁধে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করছি। এই কালো কাপড় আমাদের শোক, ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় নিপীড়িত মানুষের পক্ষে, আমরা ফিলিস্তিনের জনগণের মুক্তি ও স্বাধীনতার সংগ্রামে একাত্মতা প্রকাশ করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, অবিলম্বে এই গণহত্যা বন্ধ করুন এবং দায়ীদের বিচারের আওতায় আনুন।"
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা বলেন,"গাজা ও রাফায় যে ভয়াবহ গণহত্যা চলছে, তা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব যখন নীরব, তখন আমাদের নীরব থাকা মানে এই জুলুমকে সমর্থন করা। আমরা নওগাঁ জেলা ছাত্রদলের পক্ষ থেকে কালো কাপড় বেঁধে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই—এই অন্যায়ের বিরুদ্ধে আমরা, বাংলাদেশের তরুণ সমাজ, চুপ করে থাকব না। ছাত্রদল সবসময় বৈশ্বিক ন্যায়ের পক্ষে এবং নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকের এই কর্মসূচি আমাদের প্রতিবাদের একটি ধাপ মাত্র। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাই।"
পরে দুপুর ১২টায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, এসময় 'ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ', 'নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে, 'স্টপ জ্যানোসাইড'সহ নানা স্লোগান দিতে থাকেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফারুক