
ছবি: সংগৃহীত
ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান সোহাগের সভাপতিত্বে শহরের ব্রহ্ম সমাজ সড়কে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম , ফরিদপুর মহানগর ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক নিয়াজ, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক শাহরুখ ইসলাম নিলয়, সরকারি ইয়াসিন কলেজে ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন, ফরিদপুর সরকারি পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান, সরকারি পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক আরাফাত খান, সরকার ইয়াসিন কলেজের সাবেক ছাত্রদল সভাপতি সজিব খান । সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে আমেরিকার মদদে ইসরাইলিরা হত্যাযজ্ঞ চালাচ্ছে। বিশ্ব বিবেক আজ নিশ্চুপ ও নীরবতা পালন করছে। বাংলাদেশের প্রতিটি মুসলিমের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব এখন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
ইসলামী রাষ্ট্রগুলো আজ নিশ্চুপ ও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। বক্তারা ইসরাইলি পণ্য বর্জন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের পাশে সব সময় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ফারুক