
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৃথক অভিযানে ব্রিজের ফুটপাত দখল করে ব্যবসা করায় ৭ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা ও ১ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা মোড় এলাকায় ব্রিজে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। অভিযানে অবৈধভাবে ব্রিজের ফুটপাত দখল করে ফুটপাতে আনারস, পেয়ারা, তরমুজ, আচাড় বিক্রি করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৭ জনকে ৩৪ হাজার টাকা জরিমানা ও ১ জনকে কারাদন্ড দেওয়া হয়। একইসঙ্গে ফুটপাত থেকে এসব দোকান উচ্ছেদ করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জনকণ্ঠকে বলেন, অভিযানে আনারস, পেয়ারা, তরমুজ, আচাড়সহ অন্যান্য দোকান অপসারণ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শহীদ