ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে মাদকের কারবার চঞ্চলের

প্রকাশিত: ১৭:০৪, ৮ এপ্রিল ২০২৫

স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে মাদকের কারবার চঞ্চলের

ছবি: সংগৃহীত

মেহেরপুরে স্বামী-স্ত্রী এবং শ্বশুর-শাশুড়িসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকার মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, চঞ্চলের শ্বশুর এবং মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার কিয়াম উদ্দিনের ছেলে মহিরউদ্দিন (৫৫) ও তার স্ত্রী চায়না খাতুন (৫০) এবং মল্লিকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম শহরের মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় মহিরউদ্দিন এবং চঞ্চল হোসেনের বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরুল ইসলাম নামক এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বাকি চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শিহাব

×