ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় ভোটারদের ফুল দিয়ে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ১৬:২৩, ৮ এপ্রিল ২০২৫

কুমিল্লায় ভোটারদের ফুল দিয়ে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: দৈনিক জনকণ্ঠ

দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র তথা ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে অংশ নিতে  তরুণ-তরুণীরা সকাল থেকেই ভিড় করেন সংশ্লিষ্ট দপ্তরে।

এই বিশেষ দিনে কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের নতুন ভোটারদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব  মুহাম্মাদ রাশেদুল হাসান। 

এই সময় ভোটারদের চোখে-মুখে উচ্ছাস ও পরিবর্তনের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে। বিগত ১৭ বছরে যে ভোটাধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে সেটাও জনমানুষের কণ্ঠে উঠে এসে।

সদস্য সচিব রাশেদ বলেন, "মানুষ পরিবর্তন চায়। ফ্যাসিবাদের পতনের পর একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন আর মানুষ প্রতীক দেখে নয় বরং মানুষ দেখে ভোট দিবে। নীতি-নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ করবে না। আমরা আশা করি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পরিবর্তনের পক্ষে ভোট দিবে জনগণ।

এসময় উপস্থিত নতুন ভোটাররাও এমন আন্তরিক শুভেচ্ছায় আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সঠিক নেতৃত্ব নির্বাচনে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

রাশেদ আরও বলেন, "আমরা চাই এই সরকার  একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে, নিরপেক্ষভাবে মানুষ ভোট দিতে পারবে। দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আমরা বিশ্বাস করি এই সরকার কাজ করছে। সংস্কার প্রক্রিয়ার শেষে, ফ্যাসিস্টের বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধকরণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।"

ফারুক

×