ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৫ জন নিহত

নিজস্ব সংবাদদাতা,ফরিদপুর

প্রকাশিত: ১৩:১০, ৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৫ জন নিহত

 

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে অন্তত ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের জোয়াইর মোড় এলাকায় শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।
স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। প্রায় সবাই আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।
 

কানন

×